রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি: মোঃ মাসুদ
বর্ষা মৌসুমে প্রতিদিন কাঠের পোল দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠের পোলটি অস্থায়ীভাবে নির্মিত হলেও দীর্ঘদিন ধরে সেটিই এলাকাবাসীর একমাত্র পারাপারের ভরসা। প্রায় পাঁচ হাজার মানুষ প্রতিদিন এই নড়বড়ে পোল দিয়ে যাতায়াত করেন।
স্থানীয়দের অভিযোগ, বহুবার পাকা সেতুর দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্ষাকালে পোলটি ভিজে পিচ্ছিল হয়ে যাওয়ায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। এতে করে স্কুলপড়ুয়া শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীরা প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন।
একজন বাসিন্দা মো. জাহাঙ্গীর কাজী বলেন, “প্রতিদিনই ভয়ে ভয়ে পোল পার হই। কোনোদিন যদি পা পিছলে যাই, তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।”
এলাকাবাসীর জোর দাবি, অতি দ্রুত এখানে একটি টেকসই পাকা সেতু নির্মাণ করে তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।