ঝিনাইদহে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির মিছিল
শৈলকুপা উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মিছিল বের হয়।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম হিটু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সহ-সাংগঠনিক সম্পাদক তোজাম্মেল হক মন্ডল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান আর্মি, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন, জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক চেয়ারম্যান ফিরোজ বিশ্বাস, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আনিসুর রহমান আনিসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে তারা বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়লাভের আহ্বান জানান।













