
মোঃ মারুফ হোসেন, শেরপুর
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। এ সময় আলামিন নামে এক অটোচালককে আটক করা হয়েছে।
শনিবার (আজ) বেলা আনুমানিক ২টার দিকে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায় একটি অটোচালিত যান তল্লাশি করে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মদ বহনের অভিযোগে চালক আলামিনকে হাতেনাতে আটক করা হয়।
ঝিনাইগাতী থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
থানা পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।