
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৫ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ জিয়াউল হক।
অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বক্তারা ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।