ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাঁকড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি বলেন, “মানুষ মানুষের জন্য—এ দায়িত্ববোধ থেকেই আমরা আপনাদের মাঝে স্বাস্থ্যসেবা নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আপনাদের সন্তুষ্টি থাকলে দুই মাস অন্তর এ ক্যাম্প চালু থাকবে।”
এতে চক্ষু, মেডিসিন, গাইনি, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। বাঁকড়া ইউনিয়নসহ আশপাশের এলাকা থেকে প্রায় তিন হাজার মানুষ এ সেবা নেন। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাহবুব উল আলম মন্টু। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবিদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুল খালেক, অধ্যাপক মামুনুর রহমান, অ্যাডভোকেট হাবিব কায়সার, অধ্যক্ষ শামসুর রহমান, অধ্যক্ষ মাওলানা রেজাউল ইসলাম, চক্ষু বিভাগের পরিচালক মো. রবিউল ইসলাম ও মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়া আগত রোগীদের মাঝে তাফসীরুল কুরআন বিতরণ করা হয়।