
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
ঝিকরগাছায় শহীদ জিয়াউর রহমান ১৬ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে বারবাকপুর আলহাজ্ব রফি উদ্দিন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ ইসহাক, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মিজানুর রহমান খান, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সর্দার শহিদুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা উজ্জ্বল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারে বল্লা ফুটবল একাদশকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে গোড়পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন ও ‘ম্যান অফ দা ম্যাচ’-এর হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দিয়েছেন।