![]()
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজারে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় শহীদ নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি নেতা মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি।
প্রধান অতিথি সাবিরা নাজমুল মুন্নি বক্তব্যে বলেন, “আগামী দিনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি-সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত, আধুনিক ও বৈষম্যহীন একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।”
সভায় আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাস্টার নজরুল ইসলাম।
সভায় জেলা ও উপজেলার শতাধিক বিএনপি নেতা-কর্মীসহ মাগুরা, শিমুলিয়া, গদখালী, ঝিকরগাছা, নির্বাসখোলা, হাজিরবাগ ও শংকরপুর ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি–সম্পাদক উপস্থিত ছিলেন। সভার আগে প্রধান অতিথির আগমনে বেনিয়ালি বাজারে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনের আগে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।