![]()
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি: ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: রনী খাতুনের সাথে উপজেলা স্কাউটসের আয়োজনে সকল সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও ও উপজেলা স্কাউটস সভাপতি মোছা: রনী খাতুন। তিনি বলেন, "আমি আপনাদের মাঝে সেবা দিতে এসেছি। আমাকে আপনারা যত দ্রুত হৃদয়ে স্থান দেবেন, তত দ্রুত আমরা স্কাউটসকে এগিয়ে নিয়ে যেতে পারবো।"
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান মাহমুদ, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিয়ার রহমান, উপজেলা স্কাউটস কমিশনার মো: ইসমাইল হোসেন সোহাগ এবং সহ নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: আলী তারেক।
মতবিনিময় শেষে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান স্কাউটসের নেতৃবৃন্দ।