
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি: ঝিকরগাছায় পুরাতন ডাকবাংলোর স্থলেই পুনঃনির্মাণের সম্ভাবনা যাচাই করতে যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এস. এম. শাহিন পরিদর্শন করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তিনি প্রথমে উপজেলা মোড়স্থ ৯৩ শতাংশ জমিতে অবস্থিত বর্তমান ডাকবাংলো পরিদর্শন করেন এবং পরে নতুন প্রস্তাবিত কাটাখাল এলাকা দেখেন। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনী খাতুন, সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস এবং জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, নতুন ডাকবাংলো কাটাখাল ব্রিজের পাশে পানি উন্নয়ন বোর্ডের জমিতে নির্মাণের অনুমোদন পাওয়ার তথ্য পেয়ে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ১৮ ডিসেম্বর বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম দ্বারা পুনঃবিবেচনার আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে স্থান পরিদর্শন পরিচালিত হয়েছে।