
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি বাজার এলাকায় নছিমন ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনা মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঘটে। আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাদের ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—ঝিকরগাছা বামন আলীর ছেলে আক্কাস আলী এবং বালিখোলা গ্রামের হযরত আলীর ছেলে ইকবাল হোসেন। ইকবাল হোসেনের অবস্থা কিছুটা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে যশোরমুখী প্রাইভেটকারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা নছিমনের মুখোমুখি ধাক্কা লাগে। ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন।
ঝিকরগাছা থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ আবু সাইদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।