
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছায় ধান ভাঙানোর মেশিন বহনকারী ভ্যান উল্টে শওকত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ভ্যানচালক রাকিবুল ইসলাম (৪০) আহত হয়েছেন।
ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পানিসারা গ্রামসংলগ্ন বাইসা বাজারে। নিহত শওকত আলী পানিসারা গ্রামের ইজ্জত আলী গাজীর ছেলে। আহত চালক রাকিবুল ইসলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল গ্রামের আব্দুল গফুরের ছেলে, বর্তমানে হাড়িয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শওকত আলী ধান ভাঙানোর জন্য ভ্যানটি ভাড়া করেছিলেন। বাইসা বাজার থেকে ধান ভাঙানোর মেশিন নিয়ে ফেরার সময় রাস্তার উঁচু-নিচু অংশে ধাক্কা লাগার কারণে ভ্যানের চালকের সিটের রড ভেঙে যায়। চালক ছিটকে পড়লে ভ্যান উল্টে যায় এবং শওকত আলী পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।