
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ অলিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান, এবং প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা ও টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ টিকাদানের আওতায় আনতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, “প্রতিটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে টাইফয়েড টিকার আওতায় আনতে হবে—এ ব্যাপারে কোনো অবহেলা বরদাশত করা হবে না।”
সভায় স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা আগামী ক্যাম্পেইনটি সফল করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।