
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে ভোট কেন্দ্র ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর (শনিবার) বিকাল ৩ টায় লাউজানী কমপ্লেক্সে এই ভোট কেন্দ্র ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো : আবিদুর রহমান এর সভাপতিত্বে ভোট কেন্দ্র ভিত্তিক কেন্দ্র সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মো: রেজাউল করিম। প্রধান অতিথি তার বক্তব্যে যুবকদের দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান এবং আগামীর নতুন বাংলাদেশে ন্যায় ও ইনসাফ সমাজ গড়তে যুবকদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে তিনি এ কথা বলেন। আরো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাতে হবে এর ফলে তরুণ প্রজন্মের যুবকরাই একমাত্র পারবে ইসলামকে বিজয়ী করতে। ইসলামীকে বিজয়ী করার ফলস্বরূপ বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্টে পরিণত করা সম্ভব হবে। সকল ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য যুবকদের ভোট শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করতে হবে।
ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের টিম সদস্য জহিরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আরশাদুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন,ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন রশীদ, উপজেলা যুব বিভাগের টিম সদস্য তরিকুল ইসলাম, ফিরোজ শাহ প্রমুখ । এ সময় যুব বিভাগের ভোট কেন্দ্র ভিত্তিক সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত সভাপতি ও সেক্রেটারি বৃন্দ সহ অসংখ্য তরুণ যুবকেরা উপস্থিত ছিলেন।