
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :ইনকিয়াদ আহম্মেদ রাফিন
যশোরের ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার (১ নভেম্বর) র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোঃ নওরোল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী ও সমবায় ব্যাংকের সভাপতি আব্দুস সামাদ চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ অলিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সমবায় অফিসের কম্পিউটার অপারেটর মো: শাহনেওয়াজসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা।