
মোহাম্মদ রিদয় হোসেন
যশোর জেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামে কবরস্থানে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় একই পরিবারের নারীসহ একাধিক সদস্যের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নায়ড়া গ্রামের নওশের সরদারের ছেলে মুজিবর সরদার পারিবারিক কবরস্থানে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করায় স্থানীয় একটি প্রভাবশালী মহল ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জের ধরে শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর মাস্টার ও তার সহযোগীরা মুজিবরের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে মুজিবর সরদারের বাড়িতে ঢুকে মুজিবরসহ তার দুই ভাইয়ের স্ত্রী রমিছা খাতুন ও মুনছুরা খাতুন এবং ভাতিজি সোনালিকে বেধড়ক মারধর করে। এ সময় নারীদের শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।
হামলাকারীরা মারধরের পাশাপাশি একটি মোবাইল ফোন, দুটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও একটি নাকফুল ছিনিয়ে নেয়। ভুক্তভোগীদের দাবি, লুট হওয়া মালামালের মোট মূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার টাকা।
আহতরা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণের পর একই দিন ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা কবরস্থানে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ধারণের কারণেই ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে—এ বিষয়টি তারা নিজেরাই স্বীকার করেছে।
এ ঘটনায় পূর্বের একটি জমি সংক্রান্ত বিরোধের প্রসঙ্গও উঠে এসেছে। জানা যায়, গত ৩১ জুলাই ২০২৪ তারিখে কবরস্থানের জমি জালিয়াতির মাধ্যমে শ্রেণি পরিবর্তনের অভিযোগে একটি মামলা হয় (জিআর নং ২৪০/২৪)। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিলেও অভিযুক্তরা তা অমান্য করে কবরস্থানে নেশাদ্রব্য সেবন ও আপত্তিকর কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।