
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতের উদ্যোগে একটি গণ জমায়েত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় পৌরসদরের বি.এম. হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম।
গণজমায়েতের প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি বলেন, নারী-পুরুষের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চান।
গণ জমায়েতের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আবু সাদেক কায়েম। তিনি নির্বাচনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের সচেতন ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এবং ভোটের দিন কেন্দ্র পাহারার আহ্বান জানান। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি সমালোচনামূলক বক্তব্যও প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন
যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান
জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক গোলাম কুদ্দুস
মাওলানা রেজাউল করিম
সদর আমীর অধ্যক্ষ শামসুজ্জামান
পশ্চিম জেলা ছাত্রশিবির সভাপতি ইসমাইল হোসেন
এছাড়া বক্তব্য রাখেন—
শার্শা-১ আসনের প্রার্থী মাওলানা আজিজুর রহমান,
যশোর-৩ আসনের প্রার্থী ভিপি আব্দুল কাদের,
যশোর-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক,
মাওলানা আরশাদুল আলম,
অধ্যাপক জয়নাল আবেদীন,
অধ্যাপক হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণজমায়েতে আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মরশেদ, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, মাষ্টার কামাল আহম্মেদ, যশোর শহর সেক্রেটারি ইমরান হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের আমীর-সেক্রেটারি, শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী নেতা ছাড়াও দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।