কামাল হাসান, নলছিটি
আলহামদুলিল্লাহ! আজ ১৯শে মার্চ ২০২৫ (১৮ রমজান) ঐতিহ্যবাহী নেছারাবাদ দরবার শরীফের কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজের পূর্বে ‘সুমন পাল’ নামের এক ভাই সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি কলেমা পড়ে মুসলমান হয়েছেন এবং ইসলাম গ্রহণের পর শরয়ী নিয়মে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
নওমুসলিম ভাইটির নতুন নাম: আব্দুল্লাহ সুমন খান
কলেমা পড়িয়েছেন: ঝালকাঠি এন এস কামিল মাদরাসার স্বনামধন্য প্রিন্সিপাল, ওস্তাযুল আসাতিযা, শায়খুল হাদীস, হযরত মাওলানা মুফতী গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম (দা.বা.)।
বিবাহের খুতবা পাঠ ও বিবাহ পড়িয়েছেন: ঝালকাঠি এন এস কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল ও কেন্দ্রীয় জামে মসজিদের খতীব, হযরত মাওলানা মুফতী মুহাম্মদ আব্দুল কাদির আল-মাদানী (দা.বা.)।
আল্লাহপাক নওমুসলিম আব্দুল্লাহ সুমন খান ভাইকে ইসলামের সুশীতল ছায়ায় কবুল করুন এবং তার নব দাম্পত্যজীবন সুখ, শান্তি ও বরকতময় করুন। আমীন।