কামাল হাছান, নলছিটি।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা হলো বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকাররা যতক্ষণ না পর্যন্ত চাকরি না পাবে তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে ও আঠারো মাসের মধ্যে দেশের দেড় কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন, (আজ ১৩ অক্টোবর সোমবার) বিকেল ৫টায় নলছিটি দপদপিয়া ইউনিয়নের কয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
দপদপিয়া ইউনিয়ান বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ রিমন আকনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরীফ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র নেতাকর্মীরা।