আবহাওয়া অফিস চট্টগ্রাম ও কক্সবাজার জেলার জন্য ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস জানিয়েছে। আজ শুক্রবার (১২ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত এই দুই জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুই জেলার নৌবাহীদের সতর্কতার সাথে নদীতে নৌযান চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: