সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি।
বগুড়া, ১২ জুলাই, ২০২৪: নবনিযুক্ত পুলিশ সুপার জাকির হোসেন, পিপিএম বুধবার বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত পুলিশ সুপার নিজেই। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব জাকির হাসান, পিপিএম, সম্মানিত পুলিশ সুপার বগুড়া মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম/ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর সার্কেল, সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল/গাবতলী সার্কেল/আদমদঘী সার্কেল/নন্দীগ্রাম সার্কেল), বগুড়া, সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ।
মতবিনিময় সভায় নবনিযুক্ত পুলিশ সুপার বগুড়ার আইনশৃঙ্খলা ও যানজট নিরসন এবং মাদক মুক্ত জেলা গড়ে তোলার ঘোষণা দেন। তিনি আরও বলেন যে, সাধারণ মানুষ যেন আইনের মাধ্যমে সহযোগিতা পায় সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।
সবশেষে তিনি সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন এবং সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও উন্নত বগুড়া গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, নবনিযুক্ত পুলিশ সুপার জাকির হোসেন একজন অভিজ্ঞ কর্মকর্তা। তিনি এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বে এসে তিনি বগুড়াকে আরও আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।