
আমার সকাল ২৪ নিউজ ডেক্স
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ শুক্রবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “জিয়াউর রহমান সকল দল ও মানুষের নেতা ছিলেন। তাই তার অবদান স্বীকার করতে আমাদের শ্রদ্ধা নিবেদন।”
রিফাত রশীদ অভিযোগ করেন, কিছু কুচক্রী মহল সেনাবাহিনীকে জনগণের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান গণভোট ও জাতীয় নির্বাচনকে এক করে দেখা হচ্ছে, যা ঠিক নয়। এছাড়া তিনি আলাদা নির্বাচনের দাবি জানান এবং জুলাই সনদ বাস্তবায়নে শহীদ ও আহতদের পরামর্শ নেওয়া হয়নি বলেও উল্লেখ করেন।