সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নুর নগর গ্রামের হক মো. নাজমুল ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ-র ২৩ নাবিক ও ক্রুদের একজন। ছেলের জিম্মির খবর শুনে উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছেন তার পরিবার। দুঃশ্চিন্তায় দিন পার করছেন তারা।
ছেলের এমন পরিস্থিতির খবর শুনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নাজমুলের বাবা মোঃ আবু সামা। পরিবারের একমাত্র সন্তান জলদস্যুর হাতে জিম্মি- এই কথা বলে ছেলের ছবি হাতে নিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন মা নার্গিস খাতুন।
নার্গিস খাতুন বলেন, ‘মঙ্গলবার (১২ মার্চ) রাতে সবশেষ নাজমুলের সঙ্গে যোগাযোগ হয়েছে আমাদের। এসময় নামজুল জানায়, এটাই শেষ কথা হতে পারে, আর যোগাযোগ করা যাবে না। প্রয়োজনে এসএমএস করতে বলে নাজমুল।’
এ ঘটনায় প্রতিবেশীরাও আতঙ্কে রয়েছেন। সব জিম্মিকে নিরাপদে ফেরত আনার জন্য সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।
এমন ঘটনা শোনার পর জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে তার পরিবারের খোঁজ খবর নেয়া হচ্ছে।
জিম্মি হওয়া নাজমুলের বাবা আবু সামা একজন কৃষক এবং মা নার্গিস গৃহিনী। তিন সন্তানের মৃত্যর পর জন্ম হয় নাজমুলের। স্থানীয়ভাবে সে হানিফ নামে পরিচিত।
এই বেদনাদায়ক পরিস্থিতিতে নাজমুলের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।