মাধবপুর, হবিগঞ্জ | ফোরকান উদ্দিন রোমান
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বার্ষিক বৃত্তি প্রদান করেছে সৈয়দ মোশারফ হোসেন ফাউন্ডেশন। মঙ্গলবার (২৯ জুলাই )মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নে অপুরূপা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব সৈয়দ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম ডালিম, ২নং চৌমহনী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান সোহাগ, ৩নং বহরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে গুণী অতিথিদের হাতে হাতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে সৈয়দ মোশারফ হোসেন বলেন,
আমার এই ফাউন্ডেশন থেকে আজীবন এই বৃত্তি কার্যক্রম চালু থাকবে। যতদিন বেঁচে থাকব, মানুষের সেবা করে যাব।”
তিনি আরও বলেন, সমাজের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারা তাঁর জীবনের অন্যতম বড় সার্থকতা।
এ আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।