
ভোলা প্রতিনিধি: ইমন রহমান
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার পরাণগঞ্জ বাজারের একটি ঝালমুড়ি দোকানের সামনে থেকে কিশোর আফিফ ওরফে নাফিজ (১৬)কে তুলে নিয়ে দুই ঘণ্টা ধরে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকা অভিযুক্তরা হলেন জাকির হোসেন পন্ডিত, তার ছেলে ইব্রাহিম ও জুয়েলসহ আরও কয়েকজন।
নাফিজ জানিয়েছেন, তিনি পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। স্কুল থেকে ফরম পূরণ শেষে বন্ধুদের সঙ্গে ঝালমুড়ি খাওয়ার উদ্দেশ্যে দোকানের দিকে যাচ্ছিলেন। দোকানের কাছে পৌঁছালে হঠাৎ হামলা চালিয়ে তাকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে দুই ঘণ্টা ধরে তাকে বেঁধে রেখে মারধর করা হয়। তার হাতে থাকা প্রায় এক লাখ টাকা মূল্যের একটি আইফোন ভেঙে ফেলা হয়।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাফিজকে উদ্ধার করে এবং তাকে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।
ভুক্তভোগীর বাবা মো. মাহে-আলম জানিয়েছেন, স্থানীয় জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এই নির্যাতন চালানো হয়েছে। নাফিজের সহপাঠীরা জানান, তারা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকেও মারধর করা হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা প্রতিক্রিয়া দিতে পারেননি।