নিউজ ডেক্স, আমার সকাল ২৪
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ায় চিকিৎসকদের পরামর্শে আগামী শনিবার (২ আগস্ট) তার বাইপাস সার্জারি নির্ধারিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে দলীয় এক বিবৃতিতে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “প্রিয় আমিরের সুস্থতা কামনায় দেশ-বিদেশে অবস্থানরত সকল দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণের কাছে আমরা দোয়ার আবেদন জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “সবাই যেন নফল ইবাদত—যেমন নফল সালাত, রোজা ও দান-সদকার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেন। বিশেষভাবে আসন্ন জুমার দিনে মসজিদে-মসজিদে দোয়ার আয়োজন করার অনুরোধ করছি, যাতে আল্লাহ তা’য়ালা আমির সাহেবকে দ্রুত আরোগ্য দান করেন।”
দলীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সমাবেশ শেষে হাসপাতাল ত্যাগ করলেও তিনি নিয়মিত ফলোআপ চিকিৎসায় ছিলেন।
ফলোআপ চিকিৎসার অংশ হিসেবেই গত মঙ্গলবার (২৯ জুলাই) তার এনজিওগ্রাম করানো হয়, যেখানে হৃদযন্ত্রে তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়ে।