হবিগঞ্জ জেলা প্রতিনিধি
ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাসিমনগর বাজারে গণসংযোগ শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর মনোনীত চুনারুঘাট-মাধবপুর ৪ আসনের এমপি পদপ্রার্থী জননেতা কাজী মাওলানা মুখলিছুর রহমানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যায় ৩নং বহরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে রাজাপুর চৌধুরী বাড়িতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠক শেষে তার গাড়িবহর পার্ক করা অবস্থায় দুর্বৃত্তরা ইট নিক্ষেপ করে। এতে প্রার্থীর বহরের একটি গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বহরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নাহিদ হোসাইন বলেন,
“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। আমাদের প্রার্থী শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছিলেন। আমরা চাই প্রশাসন দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুক।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানানো হয়েছে।