
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার প্রবাসী ও স্থানীয়দের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াছিন খান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর পলাশ হোটেল হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুরের কৃতি সন্তান ও বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি সৈয়দ আলী হায়দার। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রশিবির সিলেট এমসি কলেজ শাখার সভাপতি ইসমাইল খান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইয়াছিন খান বলেন,
“জগন্নাথপুর–শান্তিগঞ্জবাসী সবসময়ই আমার শক্তি। আপনাদের ভালোবাসা ও বিশ্বাস আমাকে মানুষের কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়। এলাকার উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং প্রবাসীদের মর্যাদা রক্ষায় আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন,
“বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক অধিকার রক্ষা ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকা আজ সময়ের দাবি।”
সভায় আরও উপস্থিত ছিলেন—
সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম,
জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর লুৎফুর রহমান,
শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ,
জগন্নাথপুর উপজেলা নায়েবে আমীর মাওলানা দরস উদ্দিন,
শিল্পপতি এম এ হারুন,
মুরুব্বি আজাদুর রহমান,
শিক্ষানুরাগী আলাফর খান,
সৈয়দ শাকিল আহমেদ, আলী আহমেদ, হাজি মাসুক মিয়া, জিল্লুর রহমান, দেলোয়ার হুসাইন, নাসির উদ্দীন, আনসার মিয়া প্রমুখ।
সভায় উপস্থিত জগন্নাথপুর–শান্তিগঞ্জের স্থানীয়রা এডভোকেট ইয়াছিন খানের প্রতি পূর্ণ সমর্থন জানান। তারা বলেন,
“তিনি সৎ, শিক্ষিত ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকার শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় তার বিকল্প নেই।”
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।