![]()
মোঃ রফিকুল ইসলাম (কুড়িগ্রাম)
স্টাফ রিপোর্ট, আমার সকাল 24
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা সংগঠনটির বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) এক লিখিত যৌথ বিবৃতিতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক এবং নাওডাঙ্গা ইউনিয়ন সভাপতি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের নাম ব্যবহার করে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এদের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। ব্যক্তিস্বার্থে সংগঠনের নাম ভাঙিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শিক, নৈতিক ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন। এখানে অসত্য, অনৈতিকতা বা অন্যায় কাজের কোনো সুযোগ নেই। জনগণ এসব মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবে না—আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
বিবৃতিতে অভিযোগ করা হয়, জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নানা কৌশলে সংগঠনকে হেয় করার অপচেষ্টা চালানো হলেও জনগণ এসব ভিত্তিহীন প্রচারণায় কান দিচ্ছে না।
এছাড়া বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, জামায়াতের নাম ব্যবহার করে কেউ যদি মিথ্যা তথ্য ছড়ায়, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত অপরাধ। সংগঠন কখনো এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না। ভবিষ্যতে এমন অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়।
শেষে জনগণকে যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্টে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন—
মোঃ শাহ জামাল শাওন,
আইটি মিডিয়া ও প্রচার সম্পাদক,
বাংলাদেশ জামায়াতে ইসলামী,
ফুলবাড়ী উপজেলা শাখা, কুড়িগ্রাম