জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে উদীচী বগুড়ার “সমস্বরে জাতীয় সঙ্গীত” কর্মসূচি অনুষ্ঠিত।
সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি।
জাতীয় সঙ্গীত নিয়ে হীন চক্রান্তের প্রতিবাদ এবং এর সাথে জড়িতদের রুখে দেয়ার প্রত্যয় নিয়ে সারাদেশে একযোগে জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচির অংশ হিসাবে আজ সকাল ১০ টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় “সমস্বরে জাতীয় সঙ্গীত” এর আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদ।
উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। জাতীয় সংগীত শেষে উদীচীসহ ত্রিতাল, চর্চা সাংস্কৃতিক একাডেমি, বাউল গোষ্ঠী, শিশু নাট্যদল, প্রকাশ শৈলী, সংগীত পাঠশালা, শ্রুতি নন্দন সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীবৃন্দ দেশের গান পরিবেশন করেন।
সমাপনী বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু বলেন, “ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মহান মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতসহ এদেশের আপামর জনসাধারণের প্রাণের সব বিষয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র দেখা যাচ্ছে।