নিউজ ডেক্স, আমার সকাল ২৪
জাতীয় সংসদে ঐতিহাসিক পরিবর্তনের সুপারিশ এসেছে নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে। কমিশনের প্রধান শিরীন পারভীন হক জানিয়েছেন, সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এতে প্রতিটি সাধারণ নির্বাচনী এলাকার জন্য থাকবে দুটি করে আসন—একটি সাধারণ (যেখানে যেকোনো লিঙ্গের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে) এবং একটি নারী সংরক্ষিত আসন। সবচেয়ে বড় ব্যাপার হলো—উভয় আসনে সরাসরি ভোটে প্রার্থী নির্বাচন করার প্রস্তাব রাখা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান শিরীন পারভীন হক। এর আগে দিনটিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেন তিনি ও অন্যান্য সদস্যরা।
শিরীন পারভীন হক জানান, নারী বিষয়ক স্থায়ী কমিশন গঠন, স্থানীয় সরকারে অন্তত এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ মোট ১৫টি মূল বিষয়ের উপর ভিত্তি করে ৪৩৩টি সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে সমাজে নারীর প্রতি বৈষম্য দূর হবে এবং নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এদিকে প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূস সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন—যেসব সুপারিশ তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য, সেগুলো দ্রুত কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।