
আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের ৫ শিক্ষার্থী সনদপত্র লাভ করেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মোঃ আনোয়ার হোসেন।
উল্লেখ্য, এই প্রতিযোগিতা ১২ নভেম্বর উপজেলা মডেল মসজিদ হল রুমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় আল-কুরআন একাডেমিক স্কুলের পাঁচজন শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে বিজয় অর্জন করেন। বিজয়ীদের হাতে ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক শফিউজ্জামানের স্বাক্ষরিত সনদপত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গণিত শিক্ষক জাহাঙ্গীর ইসলাম, ইংরেজি শিক্ষক শফিকুল ইসলাম, দ্বীনি শিক্ষক হাফেজ শফিউর রহমান, হাফেজ রবিউল ইসলাম ও সম্মানিত অভিভাবকগণ।