
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় সম্প্রতি এ সংক্রান্ত নতুন পরিপত্র জারি করেছে।
পরিপত্রে বলা হয়েছে, পূর্বের নির্দেশনা যথাযথভাবে মেনে চলা হচ্ছে না; একাধিক মন্ত্রণালয়ের কর্মকর্তারা একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন। তাই এবার সব বিদেশ ভ্রমণ একান্ত অপরিহার্য কারণে সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন পরিপত্রের কপি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব এবং উপদেষ্টাদের একান্ত সচিবের কাছেও পাঠানো হয়েছে।