মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর দশমিনায় জলাবদ্ধতা নিরসনে অবৈধ খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
রোজ মঙ্গলবার সদর ইউনিয়ন ও আশেপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে অবৈধ খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সদর ইউনিয়নের জনসাধারণ।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি সকাল ১০টায় সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের সামনের সড়কে পথসভা হয়।
উক্ত পথসভায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিন মোল্লা, জুয়েল আমিন প্যাদা, কৃষক নেতা জায়েদ খান, এ্যাভভোকেট ইকবাল হোসেন, উপজেলা শ্রমিকদলের আহবায়ক অলিউল ইসলাম ও কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি আবুল বশার।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে সদর ইউনিয়নের লক্ষ্মীপুর, কাটাখালী, গোলখালী, পশ্চিম লক্ষ্মীপুর, নিজাবাদ ও দশমিনাসহ প্রায় ১৮টি খালে অবৈধভাবে বন্দোবস্ত নিয়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করছে ভূমিদস্যরা। তারা আরো বলেন দশমিনা শহরের গুরুত্বপূর্ণ খালটি অবৈধভাবে স্থাপনা নির্মান করে খালের স্বাভাবিক প্রভাববাধাসৃষ্টি করে অনতিবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবী জানান।
পরিশেষে জনসাধারণ অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন।