শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে দেশের অন্যান্য স্থানের ন্যায়সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ব্যক্তিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে এনজিও সংস্থা ব্রাকের স্বাস্থ্য কর্মসূচী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হল মিলনায়তনে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও বিভিন্ন রোগ প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভায় জানানো হয়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে আবহাওয়া পরিবর্তন ঘটে। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে আছে। তাই বাংলাদেশের অন্যান্য স্থানের ন্যায় জগন্নাথপুর উপজেলার ৮ টি ইউনিয়নে স্বাস্থ্য সচেতনতার জন্য ব্যক্তিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্য়োগের সময় তাৎক্ষণিক সহযোগিতা করতে ৯ সদস্য বিশিষ্ট ইমার্জেন্সি রেসপন্সিবিলিটি গ্রুপ তৈরি করা হয়েছে ।
সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন রায় এর সভাপতিত্বে ও সিসিএইচ কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী। বিশেষ অতিথি ছিলেন-ব্রাক স্বাস্থ্যকর কর্মসূচি এরিয়া ম্যানেজার মোঃ নিজামউদ্দিন । ফায়ার সার্ভিস লিডার বিশ্বজিৎ রায়, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল জলিল, সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মীবৃন্দ ছিলেন।