
সঞ্জয় কুমার, পাঁচবিবি প্রতিনিধি:
পরিবেশবান্ধব নগরী গড়ে তোলা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সম্পদ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে জয়পুরহাট পৌরসভার নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার কড়ই কাদিপুর এলাকায় স্থাপিত আধুনিক এই কেন্দ্রের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক মো. নুরুল ইসলাম। তিনি বলেন, “শহরের পচনশীল বর্জ্য প্রক্রিয়াজাত করে উন্নত মানের জৈব সার উৎপাদন করা হবে। এতে পরিবেশ পরিচ্ছন্ন হবে এবং কৃষকরা কম খরচে ভালো মানের সার পাবেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রেজা ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভি (SNV)-এর প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. সুমন আলী উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পৌর কর্মকর্তা ও সাধারণ নাগরিকরা অনুষ্ঠানটি দেখতে এসেছিলেন। নবনির্মিত এই কেন্দ্র স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করেছে।