
শ্রী মোহন চন্দ্র
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল ও শিশুদের শীতবস্ত্র বিতরণ করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন। একই সঙ্গে দেওয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ।
শনিবার দুপুরে জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। এ ছাড়া উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী, ক্যাপ্টেন এস এম মোহাম্মদ মেহেদী হাসানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
এ সময় প্রায় ৩৫০ জন শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় এবং শিশু ও বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের সঙ্গে সম্প্রীতি ও সুসম্পর্ক বজায় রাখতে বিজিবির এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।