
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১:৩০টার দিকে বাগজানা ইউনিয়নের মুন্সীপাড়া ও আটাপাড়া গ্রামের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যুবকটি রেললাইনের পাশে হাঁটছিলেন, এসময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।
– সঞ্জয় কুমার, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি