মোঃ সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্নীবাড়ি ইউনিয়নের চর শোনপচা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।
ভুক্তভোগী মো. কামাল মন্ডলের পরিবারের দাবি, দীর্ঘ ১৬ বছর ধরে ভোগদখলে থাকা পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলে রেখেছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। এ নিয়ে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো সুরাহা না হওয়ায় পরিবারটি আদালতের আশ্রয় নিতে গেলে তারা হুমকির মুখে পড়ে।
সরকার পরিবর্তনের পর জমির প্রকৃত মালিকানা যাচাই শেষে পুলিশ জমির দখল মালিকপক্ষকে বুঝিয়ে দিতে বললে, গত ৩১ জুলাই বিকেল ৪টার দিকে ভুক্তভোগীরা জমিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, কর্নীবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম শেখের নেতৃত্বে এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা সুলতান মাহমুদের নির্দেশে প্রায় ৫০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে কুদ্দুস প্রামানিক, ইদ্রিস প্রামানিক, খোকা মন্ডল, মিস্টার মন্ডল, মাজম মন্ডল, স্বপন প্রামানিক, শাকিল, রশিদ মন্ডল ও রব্বানির নাম উঠে এসেছে।
আহতদের পরিচয়:
মো. কামাল মন্ডল (৪১)
সোবহান শেখ (৩৫), পিতা: মো. আশরাফ আলী
পিন্টু শেখ (৪০), পিতা: মো. আশরাফ আলী
মান্নান (৩৬)
হৃদয় (৩৪), পিতা: মো. কামাল মন্ডল
আহতদের মধ্যে দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত পরিবারের অভিযোগ—স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতন চালিয়ে আসছে। তারা দ্রুত বিচার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।