নিজস্ব প্রতিবেদক:
পৈত্রিক সম্পত্তি ও দোকান ঘর ফিরে পেতে এবং হত্যা চেষ্টার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একই পরিবারের সদস্য।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে সংবাদ সম্মেলনটি করেন পরিবারের সদস্য মো শেখ আরিফ।
অভিযুক্ত তরিকুল ইসলাম দীর্ঘদিন ( প্রায় ৪ বছর ) যাবত ভাইদের জমি ও দোকান জোরপূর্বক দখল করে আছে। প্রশাসন ছেড়ে দেওয়ার কথা বললেও ক্ষমতার বলে এখনো জমি ও দোকান ভোগ করছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো আরিফ শেখ বলেন, আমরা চার ভাই ছয় বোন। আমার এক ভাই ( তরিকুল ইসলাম) প্রায় ৪ বছর যাবত আমার অপর আরো বড় দুই ভাই শরীফ আহমেদ ও গোলাম রহমান মুকুল এর জমির কিছু অংশ জোরপূর্বক দখল করে আছে। তারা জমি চাইলে তিনি গুন্ডা ভাড়া করে আমার ভাইদের ভয়-ভীতি হুমকি দিয়ে দাবায়ে রাখে।
গত ৩ ফেব্রুয়ারি বাসার সামনে শরীফ আহমেদ ও তার স্ত্রীর গায়ে হাত দেয় তরিকুল ইসলাম এবং নাইম শেখ। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পরবর্তীতে তারা চিকিৎসা নিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে হাসপাতালের সামনে আরিফ শেখকে তরিকুল ইসলামের গুন্ডা বাহিনি খোকন, জনি, ফরহাদ অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং জিআই পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্যে মারলে চোখের উপরে লেগে আমার ভাই গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
তরিকুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় আমরা তার সাথে বিভিন্ন সময় পেরে উঠিনি।