
শিবালয়, মানিকগঞ্জ, – মানিকগঞ্জের শিবালয়ের ষাইটঘর তেওতা এলাকায় জমি দখলের বিরোধে সংঘটিত এক নৃশংস হামলায় এক পরিবারের পাঁচ সদস্য গুরুতর আহত হয়েছেন। হামলায় একজনের হাত ভেঙে যায়। ঘটনার তিন দিন পার হলেও এজাহারভুক্ত ছয় আসামী এখনও গ্রেফতার হয়নি।
পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৫ নভেম্বর বিকেল ৩টায় অভিযুক্তরা দা, লাঠি ও লোহার রড দিয়ে মো. আজিজ খান ও তার পরিবারের ওপর আকস্মিকভাবে হামলা চালায়। আহতদের স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান।
এজাহারভুক্ত ছয় আসামী হলেন: মো. সিরাজুল ইসলাম, মো. আবুল হোসেন, সাইফুল্লাহ, রিনা আক্তার, ইমরান খান ও মতিন খান। ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তেওতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে স্থানীয়রা বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।