
ঢাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ভোটগ্রহণের পর বিভাগের পরিদর্শনে গিয়ে দেখা গেছে, ছাত্রদলের পোলিং এজেন্টরা শিক্ষার্থীদের ভোট ম্যানিপুলেট করছেন। ফিজিক্স ডিপার্টমেন্টে এমনকি নারী শিক্ষার্থীদের কাছ থেকে শিবিরের ভোট চিরকুটও ছিনিয়ে নেওয়া হয়েছে। দর্শন বিভাগে গিয়ে দেখা গেছে, ছাত্রদল তাদের পরিচিতি বই আকারে প্রকাশ করে বসে আছে। এসময় আমাদের এজেন্টদের বাধা দেওয়ার পর কেন্দ্রের ভেতরেই হামলার চেষ্টা করা হয়। পরে শিক্ষক সমিতির সভাপতি ও সেক্রেটারির সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
রিয়াজুল আরও বলেন, “রাষ্ট্রবিজ্ঞানসহ আমরা যে সব বিভাগে গিয়েছি, সব জায়গায় ছাত্রদলের একই ধরনের কর্মকাণ্ড লক্ষ্য করেছি। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে বিরাজ করছে। আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। ভোট গণনার সময় তারা বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে।”
তিনি নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, “নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও তারা এখনো তা জানে না এবং বরাবরের মতোই দায়সারা বক্তব্য দিচ্ছে। এখানে ইনস্ট্যান্ট সমাধান প্রয়োজন, কিন্তু তা হচ্ছে না।”
জকসু নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে। ৩৯টি কেন্দ্রে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী ভোট দিচ্ছেন। মোট ২১টি পদের জন্য লড়াই করছেন ১৫৮ জন। এছাড়া নারী শিক্ষার্থীদের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন শিক্ষার্থী।