শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর পৌর শাখার ৯ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) বিকেল ৩ টায় জগন্নাথপুর পৌরসভাধীন শেরপুর চৌধুরী বাড়িতে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্যর লিডস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকিকুর রহমান চৌধুরী জুবের এর আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহবায়ক এম এ মতিনের সভাপতিত্ব বক্তব্য রাখেন- পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দিলু মিয়া, সামসুল হক সমছু, পৌর বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আছকির আলী, পৌর বিএনপি নেতা ফারুক আহমেদ, সদস্য মুহিবুর রহমান শিশু, হাবিবুর রহমান হাবিল, আনোয়ার হোসেন আনহার, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা হাফিজুর রহমান, সিরাজ মিয়া, লোকমান খান, আকবর আলী বিরাজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদেক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুস শহীদ, পৌর যুবদলের আহবায়ক লিটন আহমেদ, সদস্য সচিব শামিম আহমেদ, যুগ্ম আহবায়ক বিলাল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, পৌর ছাত্রদল নেতা সুয়েব আহমেদ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সাব্বির আহমেদ।
শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাফিজ নাজিম উদ্দিন।
জগন্নাথপুর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ৯ নং বিএনপির সাবেক সভাপতি নাজমুল ইসলাম চৌধুরী, রুপন মিয়া, জামিল মিয়া, শামসুল ইসলাম শাওন, নুরুল আমিন, আব্দুল হান্নান, করম আলী, আবুল হোসেন, রাজা মিয়া, হাফিজুর রহমান, মোঃ আব্দুর রাশেদ চৌধুরী, সাব্বির আহমেদ, সিয়াম আহমেদ, নুর উদ্দিন, এলখাস মিয়া প্রমুখ।