শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক,
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে । ২১ জুলাই সোমবার সকাল ১১ ঘটিকায় জগন্নাথপুর পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২৫/২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ বরকত উল্লাহ। প্রস্তাবিত বাজেটে মোট আয় দেখানো হয় ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। মোট ব্যয় দেখানো হয় ২১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১০ লাখ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. বরকত উল্লাহ। পৌর নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী হোসেন ও গীতাপাঠ করেন পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী।
পৌর কাউন্সিলরদের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সানোয়ার হাসান সুনু, জহিরুল ইসলাম লাল মিয়া, মো.শাহজাহান মিয়া, আবদুল ওয়াহিদ, গোবিন্দ দেব, হিফজুর রহমান তালুকদার জিয়া, হুমায়ূন কবির ফরিদী, শাহ ফুজায়েল আহমদ।
এ সময় আলেম উলামাদের মধ্যে উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, রিয়াজ রহমান,আলী হোসেন খান, আমিনুর রহমান জিলু, আমিনুল হক সিপন, তৈয়বুর রহমান, ইয়াকুব মিয়া, আলী জহুর, প্রমূখ।
পৌর কর্মকর্তাদের মধ্যে রশিদ আলী, এলাইছ মিয়া, আবদুস সালাম সহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় সাবেক পৌর মেয়র কিংবা সাবেক পৌর কাউন্সিলরদের মধ্যে কেউ উপস্থিত ছিলেন না। সভায় পৌরসভার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. বরকত উল্লাহ বলেন, এবারের বাজেট বাস্তবমুখি হয়েছে।