শাহ্ ফুজায়েল আহমদ
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনপ্রিয়, সৎ ও মানবিক চিকিৎসক ডাঃ শাহীনুর ইসলাম শাহীন বদলি জনিত কারণে কর্মস্থল ত্যাগ করতে যাচ্ছেন। তার বিদায় উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা এক আবেগঘন ও অশ্রুসিক্ত পরিবেশে তাকে শেষ বিদায় জানান।
শনিবার বিকাল ৩টায় স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে সহকর্মীদের চোখে জল দেখা যায়। দীর্ঘদিন ধরে সহযোগী, পরামর্শক ও সহমর্মী হিসাবে সবার হৃদয়ে স্থান করে নেওয়া এই চিকিৎসকের বিদায়ে চারদিকে নেমে আসে গভীর বিষণ্নতা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন রায়ের উপস্থিতিতে, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বদরুদ্দোজা উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন—
“ডাঃ শাহীনুর ইসলাম শাহীন শুধু একজন চিকিৎসক নন; তিনি ছিলেন আমাদের পরম বন্ধু, নিবেদিতপ্রাণ স্বাস্থ্যসেবক এবং রোগীর প্রকৃত অভিভাবক।”
তারা আরও বলেন, নতুন কর্মস্থলেও তিনি মানবিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন এবং অচিরেই পদোন্নতির মাধ্যমে আরও এগিয়ে যাবেন বলে তাদের প্রত্যাশা।
বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে ডাঃ শাহীন বলেন—
“জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমার জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়। এখানকার কর্মকর্তা, কর্মচারী, নার্স, মিডওয়াইফ ও জগন্নাথপুরবাসীর ভালোবাসা আমি কখনই ভুলতে পারব না। এই ভালোবাসার পেছনে কাজ করেছে আমার কর্মজীবনে সততা ও নিষ্ঠার প্রতিফলন।”
অনুষ্ঠানের শেষ মুহূর্তে উপস্থিত সবাই ডাঃ শাহীনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
তার বিদায়ে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে নেমে আসে আবেগঘন নীরবতা, যা উপস্থিত সকলের হৃদয়ে অমলিন স্মৃতি হয়ে থাকবে দীর্ঘদিন।