শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক আমার সকল ২৪
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ২০২৫-২৬ মৌসুমের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল কালাম আকন এবং পরিচালনা করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য তফজ্জুল হক সুমন। এতে উপজেলা জুড়ে সক্রিয় সকল ক্রিকেট দলের প্রতিনিধি, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, খেলোয়াড় ও পূর্ববর্তী কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে দ্বিতীয় বারের মতো শামসুল ইসলাম শাওনকে সভাপতি এবং জুবেদ মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। নতুন কমিটির প্রতি সদস্যরা আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং আগামী মৌসুমে ক্রিকেটের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুদীপ ভট্টাচার্য, আবু হেনা রনি, হুসেন আলী, আসাদ লাল, জাকারিয়া আহমদসহ আরও অনেকে। এছাড়াও ২০২৪-২৫ মৌসুমের কার্যকরী কমিটির সকল সদস্য, উপজেলার বিভিন্ন ক্রিকেট ক্লাবের টিম প্রতিনিধি ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জগন্নাথপুরে ক্রিকেটের জনপ্রিয়তা ও মান বৃদ্ধিতে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা আশা প্রকাশ করেন যে নতুন নেতৃত্বের অধীনে আসন্ন মৌসুমে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় টুর্নামেন্ট আয়োজন করা হবে এবং তরুণ ক্রিকেটারদের জন্য প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ বাড়ানো হবে।
নতুন সভাপতি শামসুল ইসলাম শাওন তার বক্তব্যে বলেন, দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। সকলের সহযোগিতায় আমরা জগন্নাথপুরের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবো।
সাধারণ সম্পাদক জুবেদ মিয়া বলেন,আমরা চেষ্টা করবো খেলোয়াড়দের জন্য একটি সুষ্ঠু ও মানসম্মত খেলাধুলার পরিবেশ তৈরি করতে। সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি ছিল এক আনন্দঘন মিলনমেলা, যেখানে খেলোয়াড়, সংগঠক ও অতিথিরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং ক্রিকেটের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।