প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজে নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজে নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদকঃ আমার সকাল ২৪
সুনামগঞ্জের জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বর্ণাঢ্য এই আয়োজনের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, আদর্শ মহিলা কলেজের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, প্রভাষক সালেহ আহমদ, শামীমা আক্তার এবং স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী ফারিহা আনজুম নাবিলা, ফারিহা বেগমসহ অন্যান্য শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গুণীজনরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উৎসবমুখর এ আয়োজন নবীন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সঞ্চার করে।
© All rights reserved 2025 Amar Sokal