শাহ্ ফুজায়েল আহমেদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য সুইন্ডন শাখার সাবেক সভাপতি এবং সুইন্ডন এসোসিয়েশন এর সাবেক সভাপতি জননেত এম এ কাহারকে সংবর্ধনা দেওয়া হয়েছে
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় জগন্নাথপুর পৌরশহরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে
সুনামগঞ্জ- ৩ আসন (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) এর সর্বস্তরের জনগণের আয়োজিত ব্যানারে এ সংবর্ধনা প্রদান করা হয়।
আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও কৃতি ফুটবলার আবিবুল বারী আয়হানের সভাপতিত্বে ও এম এ কয়েসের র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাহের আহমেদ।
বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, মেজর (অবঃ) সৈয়দ আলী আশফাক সামী।
বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গুলজার হোসেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছলিবনুর বাচ্চু সাংবাদিক শাহজাহান মিয়া, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ আহমেদ, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল হোসেন, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা শামীনুর রহমান, যুগ্ম আহবায়ক রুহেল আহমদ রাজা,পাইলগাঁও ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, যুবদল নেতা তাজুল জিম্মাদার, সোহেল আহমদ।
শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাফিজ রাশেদ আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন- পাইলগাঁও ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, যুবদল নেতা সুয়েদ আহমদ প্রমুখ।