শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক জগন্নাথপুরে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় জগন্নাথপুর
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে জগন্নাথপুর সরকারি বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, শাহজালাল মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামূল কবির, রঙ্গম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রভাষক শাহজাহান মাহমুদ, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজ রহমান, সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ, অভিভাবক আমিনুল ইসলাম, সিলেট সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী তাওহিদা ইসলাম, রানীগঞ্জ কলেজের শিক্ষার্থী সাইফুর রহমান, শাহজালাল মহা বিদ্যালয়ের শিক্ষার্থী আবুল কাশেম, সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী অনিক সুত্রধর সহ আরো অনেকে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল কাশেম। পরে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ জন শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ,অভিভাবক বৃন্দ , প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।