জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভাধীন ইসহাকপুর গ্রামে রসুলগঞ্জগামী সড়কে অভিযান চালিয়ে একটি পুরাতন বাট যুক্ত ১ নলা বন্ধুক,২ টি পুরাতন পাইপ গান, ১ টি কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় ১ যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার পুত্র রাবেল মিয়া (২০)
বুধবার রাত ১ টা ৫ মিনিটে ইসহাকপুর সাকিনস্থ জমিন মিয়ার বসত বাড়ির সামনে ভবের বাজার টু রসুলগঞ্জগামী পাকা রাস্তার উপর এ অভিযান চালানো হয়।
জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২ টা থেকে ১ টা ৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ছাতক ক্যাম্পের একটি টহল টিম ও জগন্নাথপুর থানা পুলিশ ইসহাকপুর সাকিনস্থ জমিন মিয়ার বসত বাড়ির সামনে ভবের বাজার টু রসুলগঞ্জগামী পাকা রাস্তার উপর যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১ টি পুরাতন কাঠের বাটযুক্ত একনলা বন্দুক যার দৈর্ঘ্য ৩২ ইঞ্চি, ২ টি পুরাতন পাইপ গান যার একটি সবুজ রংয়ের টেপ দ্বারা মোড়ানো ২২.৫ ইঞ্চি এবং অপরটির দৈর্ঘ্য ১৯ ইঞ্চি, ০১ (এক) টি লাল রংয়ের কার্তুজ, ১ টি লোহার তৈরি ক্লিনিং রড, ১ টি পুরাতন চাপাতি ও ১ টি পুরাতন কাঠের বাটযুক্ত ছুরি উদ্ধার করা হয়। এর সাথে জড়িত থাকায় রাবেল মিয়াকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন,গ্রেফতারকৃত রাবেল মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।