শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদকঃ
শ্রমিক – মালিক ঐক্য গড়ি উন্নয়নের শপথ করি এবং শিশু শ্রম বন্ধ করি , এ স্লোগানে সকল শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন ।
সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০২৫ খ্রিঃ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এর অংশ গ্রহণে ১লা মে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় এক বিশাল র্যালী উপজেলা পরিষদ ভবন এর সামন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ এর হলরুমে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া সা-আধ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) জয়নাল হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীল, জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুপ রায়, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ সভাপতি হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক শাহজাহান, আব্দুল হাই, শাহ্ ফুজায়েল আহমদ, তৈয়বুর রহমান ও বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর থানার এসআই (স্পেশাল ব্রাঞ্চ) জসীম উদ্দীন, জগন্নাথপুর আনসার ভিডিপি কর্মকর্তা নুরুল ইসলাম, জগন্নাথপুর ফায়ার সার্ভিস এর ইনচার্জ মুর্শেদ আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কার্যকারী সদস্য মোঃ মুকিম উদ্দিন সহ শ্রমিক ও কর্মচারীগণ।